সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিয়াদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় মোটরসাইকেলের চালককে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে গাবতলী থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাইপাইলের উদ্দশে রওনা হন রিয়াদ নামে ওই যুবক। পরে রাজফুলবাড়িয়া এলাকায় মোটরসাইকেলটি সামনে থাকা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এসময় দুর্ঘটনাবশত কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় চালক ও রিয়াদ নামে ওই আরোহী। এসময় স্থানীয়দের সহায়তায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহেল বাকী জানান, মরদেহ সাভার মডেল থানা পুলিশের হেফাজতে হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।