দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবা অমর আলীকে হত্যাচেষ্টার ঘটনায় আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাতদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে তদন্তকারী কর্মকর্তা নতুন করে রিমান্ড বা জবানবন্দীর আবেদন না করায় তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিলেন বিচারক।
শুক্রবার (১১ই সেপ্টেম্বর) সাত দিনের রিমান্ড শেষে বিকেল সাড়ে ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে তোলা হয়। নতুন করে রিমান্ড বা জবানবন্দীর আবেদন না করায় তাদের দুইজনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
কোর্ট ইন্সপেক্টর ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংস্থা ডিবি আসামিদের রিমান্ড বা জবানবন্দীর জন্য আবেদন করেননি।
উল্লেখ্য নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতাকে হত্যা চেষ্টা মামলা গত ৫ই সেপ্টেম্বর আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে আদালতে তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।