কিশোরগঞ্জ; কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বালু বহনের ট্রাকের ইঞ্জিন উল্টে মো. খোকন মিয়া (৩৫) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি নামারবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন মিয়া উছমানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বন্দেরহাটির মো. কাঞ্চন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বালুর ট্রাক দিয়ে মাটি টানছিলেন ড্রাইভার খোকন। হঠাৎ রাস্তার একটি নরম জায়গায় ট্রাকের চাকা আটকে যায়। এ সময় চাকা উঠানোর জন্য ট্রাকটির ইঞ্জিনের পুরো শক্তি ব্যয় করেন ড্রাইভার। এ অবস্থায় ট্রাকের ইঞ্জিন সোজা হয়ে দাঁড়িয়ে গেলে ট্রাকের বডি ও ইঞ্জিনের মধ্যে চাপা পড়েন তিনি।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান, এ বিষয়ে থানায় কেউ জানায়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।