কিশোরগঞ্জে আরো ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৬ জনে।
রোববার (২৩ আগস্ট) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
নতুন ২৭ করোনা রোগীর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৬ জন, হোসেনপুরের ২ জন, তাড়াইলের ২ জন, পাকুন্দিয়ার ২ জন, কটিয়াদীর ৬ জন, ভৈরবের ৮ জন এবং বাজিতপুর উপজেলায় ১ জন।
এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার ৮০৮ জন, ভৈরবের ৫৯৬ জন, বাজিতপুরের ১৯৫ জন, কটিয়াদীর ১৪১ জন, পাকুন্দিয়ার ১৩৬ জন, করিমগঞ্জের ১২৭ জন, কুলিয়ারচরের ১১৯ জন, তাড়াইলের ১০৪ জন, হোসেনপুরের ৬২ জন, নিকলীর ৪৮ জন, মিঠামইনের ৪২ জন, ইটনার ৩৩ জন ও অষ্টগ্রাম উপজেলার ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
কিশোরগঞ্জে করোনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন।