মোংলায় রাতের অন্ধকারে এক কিশোরীকে ধর্ষণ করতে গেলে রুবেল শেখ নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে রুবেল ওই কিশোরীর ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকারে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে রুবেল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে পুলিশের হাতে তুলে দেয়া হয় রুবেলকে। রুবেল শেখ চিলা ইউনিয়নের ফেলির খন্ড এলাকার তরিকুল শেখ এর ছেলে।
কিশোরীর বড় ভাই বাচ্চু লাহরী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন থেকে ওই কিশোরীর বাড়ীর আশপাশ এলাকায় ঘোরাফেরা করছিলো রুবেল শেখ নামের ওই যুবক। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। বাড়ীর সবাই ঘুমিয়ে পড়লে রাতের অন্ধকারে কিশোরীর ঘরের দরজা দিয়ে প্রবেশ করে রুবেল শেখ। ঘুমন্ত কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে রুবেল। এসময় ওই কিশোরী চিৎকার দিলে পাশের ঘর থেকে কিশোরীর বড় ভাই ছুটে আসলে রুবেলকে সেখানে দেখতে পায়। মুহূর্তের মধ্যে আশেপাশের লোকজন এসে রুবেলকে ঘরের মধ্যেই হাতেনাতে আটকে রেখে তার পরিবারের লোকজনকে খবর দেয়।
সকাল সাড়ে ৯টার দিকে রুবেল শেখ এর চাচা আলম শেখ, গোলাম শেখ ও কামরুল শেখ ঘটনাস্থলে এসে কিশোরীর পরিবারকে কিছু টাকা দিয়ে রুবেলকে ছড়িয়ে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ কিশোরীর পরিবারের। স্থানীয় জনতার তোপের মুখে রুবেলকে ছড়িয়ে নিতে না পেরে ভুক্তভোগী পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় রুবেলের তিন চাচা। পরে স্থানীয়রা দুপুরে বিষয়টি নিয়ে মোংলা থানার শরণাপন্ন হলে জনতার হাত থেকে উদ্ধারের পর রুবেলকে মোংলা থানার পুলিশের এসআই অমিত ও এএসআই আতিকুর রহমান রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
রুবেল শেখ এর স্বজন ইউপি সদস্য সোহরাফ শেখ জানায়, বৈদ্যমারী বাজার সংলগ্ন একটি বাড়ীতে রুবেলকে স্থানীয় কয়েকজন যুবক আটকে রেখে পুলিশের কাছে দিয়েছে। এব্যাপারে ওই কিশোরীর পরিবারের সাথে মিট মীমাংসা জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেয়েটি থানায় মামলা করতে এসেছে। পুলিশের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানায়, ধর্ষণের চেষ্টার ঘটনায় রুবেল নামের এক যুবককে আটক করা হয়। এব্যাপারে ভুক্তভোগী কিশোরীকে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। মূল বিষয়টি জানার জন্য কিশোরী ও রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা হওয়ার পরেই রুবেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।