কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম এলাকায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর গায়ে এসিড নিক্ষেপের সময় এলাকাবাসী রশিদ মিয়া (৩৫) নামের এক বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই কিশোরীর বাবা বাদী হয়ে ওই বখাটেকে আসামি করে এসিড অপরাধ দমন আইনে মামলা দায়ের করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত রশিদ মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। মইদাম গ্রামে মৃত মফিজ উদ্দিনের পুত্র রশীদ মিয়া বিবাহিত। তার স্ত্রী-সন্তান রয়েছে।
এলাকাবাসী জানান, মইদাম গ্রামের অধিবাসী ও মইদাম দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীতে পড়ুয়া ১১ বছর বয়সী ওই কিশোরী বাঁশজানী গ্রামে নানার বাড়িতে যাওয়ার জন্য আটোরিকশায় উঠতে বিজয় মন্ডলের বাড়ির কাছে রাস্তায় অপেক্ষা করছিল। এসময় হঠাৎ রশীদ মিয়া ড্রপার লাগানো বোতল ভর্তি এসিড কিশোরীর শরীরে ছুঁড়ে মারে। এতে তার ওড়নার কিছু অংশ পুড়ে যায়। এ অবস্থায় কিশোরী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে কিশোরীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। এছাড়া বখাটে রশীদ মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো. সায়েম জানান, কিশোরী উপজেলা হাসপাতালে ভর্তি আছে। তার শরীরে এসিডে পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর শোনার সঙ্গে সঙ্গে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিকে গ্রেফতারসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনৈতিক কোনো প্রস্তাব মানতে অস্বীকৃতি জানানোয় ওই যুবক এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনার তদন্ত চলছে।