ads
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী রাষ্ট্রপতি অফিসের কল পেয়ে এয়ারপোর্টে আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়: হান্নান মাসুদ পিরোজপুরে দুদিন অনশনের পর প্রেমিকের সঙ্গে এক সন্তানের মায়ের বিয়ে ঠাকুরগাঁও সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক যার এজেন্ডায় আ.লীগকে নিষিদ্ধ নেই, তার সঙ্গে আমরা নেই: হাসনাত মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে জালিয়াতি: সেই স্বপন এখনো অধরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫ শেরপুরে কতিপয় শ্রমিক নেতা কর্তৃক হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ‘বরবাদ’ নির্মাতার সঙ্গে অহনার সম্পর্ক ছিল, দাবি শামীমের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও তার স্ত্রীর জমি-গাড়ি জব্দ, শেয়ার অবরুদ্ধ

কিশোরীর মুখ এসিডে ঝলসে দিল বখাটে যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২১ বার পঠিত

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে এসিড নিক্ষেপ করেছে এক বখাটে যুবক। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া গ্রামে বাগড়া-কুমিল্লা সড়কের পূর্ব পাশে মো. হোসেন মিয়ার বাড়িতে ভাড়া থাকত কসবা উপজেলার নয়নপুর গ্রামের মোখলেছ মিয়া ও তার পরিবার। গত বৃহস্পতিবার রাতে মোখলেছ মিয়া তার স্ত্রী, মেয়ে খাদিজা আক্তার মনি (১৩) ও ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১১টার দিকে মনির চিৎকার শুনে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। তখন তারা দেখতে পান কে বা কারা মনিকে লক্ষ্য করে ঘরের জালানা দিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে। এসিডে মনির মুখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ খবর পাওয়ার পর ওই দিন রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরদিন আহত মনির বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানার এসিড অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশের ব্যাপক তৎপরতায় শনিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মো. হারুন (৩১) নামে এক রংমিস্ত্রিকে গ্রেফতার করে। সে চট্টগ্রামের ডবলমুড়িং থানার ফজলুল হকের ছেলে। রংমিস্ত্রি মো. হারুনকে থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞেসাবাদ করা হয়। পরে সে এসিড নিক্ষেপের কথা স্বীকার করে। কেন এ কাজ করেছে জানতে চাওয়া হলে হারুন জানায়, তার সাথে মনির প্রেমের সম্পর্ক ছিল। ইদানীং মনি তাকে এড়িয়ে চলছিল, সে কারণেই সে রাগে এ কাজ করেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, ম্যাজিস্ট্রেটের নিকট তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আহত মনির শরীরের বিভিন্ন অংশে ঝলসে গেছে। বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি তাকে দেখতে গিয়েছিলাম। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩৩
  • ১৯:৫৩
  • ৫:২১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102