ads
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

কিস্তির চাপে সপরিবারে আত্মঘাতী মুদি দোকানি, গর্ভবতীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২০ বার পঠিত

বগুড়া শহরতলি এলাকায় এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে গর্ভবতী স্ত্রী ও শিশু সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করেছেন মুদি দোকানি মহিদুল ইসলাম। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর মারা গেছেন গর্ভবতী গৃহবধূ বুলবুলি বেগম (২২)।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, মহিদুল ইসলাম করোনা মহামারীর মধ্যে কর্মহীন হয়ে পড়লে স্ত্রীর নামে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে নিজ গ্রামে মুদি দোকান দেন। কিন্তু দোকানের বেচাকেনা দিয়ে ৫ বছর বয়সী এক সন্তান ও গর্ভবতী স্ত্রীকে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। একদিকে সংসার চলে না, অন্যদিকে বিভিন্ন এনজিওর কিস্তির চাপে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি।

একপর্যায়ে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মহিদুল তার স্ত্রী ও সন্তানকে বিষাক্ত ট্যাবলেট (পোকা নিধন ট্যাবলেট) সেবন করানোর পর নিজেও তা সেবন করে অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে গর্ভবতী স্ত্রী বুলবুলি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, নিহত বুলবুলির স্বামী ও সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102