নীলফামারীতে কুখ্যাত চোর ও আন্তঃ জেলা চোর দলের সদস্য শরিফুল ইসলাম ওরফে পিচ্চি ও তার সহযোগী সহিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) সদর উপজেলার বাবড়ীঝাড় সড়ক টেক্সটাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, একটি এলইডি টিভি, একটি সেচ পাম্প এবং একটি ফ্যান উদ্ধার করা হয়।
গ্রেফতার শরিফুল জেলা শহরের কুখাপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে ও সহযোগী মোহাম্মদ সহিদ একই এলাকার মৃত. আলী হোসেনের ছেলে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, পিচ্চির বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি এবং আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, এক এলাকায় চুরি করে অন্য জেলায় গিয়ে আত্মগোপন করে থাকতো।
তাকে ধরতে একটি চৌকস টিম গঠন করে পুলিশ। যার নেতৃত্বে ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী।
পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, আত্মগোপনে থাকা এই চোরদের গ্রেফতারে সাড়াশি অভিযান শুরু হয়। এক পর্যায়ে সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম বলেন, পিচ্চি ও তার সহযোগীকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরেছে।
গ্রেফতার চোরেরা নীলফামারীসহ আশপাশ প্রাইভেটকার, মোটরসাইকেল, দোকান ও বাড়িতে চুরি করতো।