ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় কাভার্ড ভ্যানের ভিতর থেকে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা ধারণা করছে।
সোমবার (২৪ আগষ্ট) ভোর রাতে জেলার চৌদ্দগ্রামের কাশিপুর এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফুড প্যালেস এর সামনে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী সন্দিগ্ধ একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে এ সব মালামাল উদ্ধার করেছে কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি দল।
এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃরা হলো ফরিদপুর জেলার মধুখালী থানার ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা (২৬), ২। ফরিদপুর জেলার মধুখালী থানার হাটঘাটা গ্রামের মোঃ দুলাল খাঁন এর ছেলে মোঃ শাকিল খাঁন (১৯)।
র্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার গভীর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফুড প্যালেস এর সামনে চেকপোস্ট স্থাপন করে একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪’ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র্যাবের কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।