মৌলভীবাজারের কুলাউড়ায় সারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনও ক্ষয়ক্ষতি না হলেও আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাইজগাও স্টেশন মাস্টার মোঃ মনির হোসেন। তিনি জানান, মঙ্গলবার সাড়ে ৩টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সার নিয়ে সায়েস্তাগঞ্জ যাওয়ার পথে কুলাউড়ার ভাটেরা নামক স্থানে সারবাহী ট্রেনটির একটি বগী লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। ঘটনার পর পরই কুলাউড়া থেকে হাইড্রলিক্স টুল ভ্যান ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং সন্ধ্যা ৬টা নাগাদ তা ঠিক করা হয়।
এদিকে এ ঘটনায় সিলেটে আটকা পড়ে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন। ৬টার পর ট্রেনটি ছেড়ে যায়।