কুষ্টিয়ায় নতুন করে আরো ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ২৭১৬ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৩২ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, খোকসা উপজেলায় ৫ জন, মিরপুর উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলায় ৫ জন ও দৌলতপুর উপজেলায় ১ জন।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত ২৭১৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২১১২ জন।মারা গেছেন ৬০ জন।