কুষ্টিয়ায় হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ বিশেষ আদালত।
বৃহস্পতিবার সকালে বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা দেন। এসময় প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
২০১৩ সালের ২২শে অক্টোবর কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দের জেরে হত্যা করা হয় আতিয়ার রহমানকে। এ ঘটনায় ২৪ অক্টোবর হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই।