কুড়িগ্রামে ও ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে খনজনমারা এলাকায় নদীতে গোসল করতে নামে পাঁচ খালাতো ভাই-বোন। এসময় তীব্র স্রোতের মধ্যে যায় তারা। সেসময় দুই জন উঠে আসলেও পানিতে ডুবে যায় বাকি তিনজন। পরে, তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, অষ্টম শ্রেনীর ছাত্র সিয়াম, নবম শ্রেনীর ছাত্র হামিম আর পঞ্চম শ্রেনীর ছাত্রী জিন্নাত খাতুন দিনা।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডা নোয়াপাড়ায় এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শামসুন্নাহারের বয়স ১০ ও মিথিলার বয়স ছিল ৬।