কুয়েতের রাজধানী কুয়েত সিটির জালিব আল সুযুখ এলাকার একটি বাড়ি থেকে বাংলাদেশি মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (২৮ আগস্ট) বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে প্রবাসী ওই দুই বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আইন শৃঙ্খলাবাহিনীর ধারণা, তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।
কুয়েতি কর্তৃপক্ষ নিহত মা-মেয়ের পরিচয় প্রকাশ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ।