গড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ছয়টি সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। এতে চরম দুর্ভোগে উপজেলাবাসী।
কী কারণে সেতুগুলোর নির্মাণকাজ বন্ধ রয়েছে তা জানেন না কেউই। খাগড়াছড়ির নয় উপজেলার মধ্যে নানা দিক দিয়ে পিছিয়ে লক্ষ্মীছড়ি উপজেলা। যোগাযোগের একমাত্র পথ লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়ক।
প্রায় ৬২ কোটি টাকা খরচে ১৪ কিলোমিটারের এই সড়কে ছয়টি সেতু তৈরির কাজ শুরু হয় ২০১৭ সালের জুলাই মাসে। কিন্তু এতোদিনে একটিরও কাজ শেষ হয়নি। নির্মাণাধীন সেতুগুলোর পাশে অস্থায়ীভিত্তিতে সংযোগ সড়ক ও বেইলি সেতু তৈরি করা হলেও দিনে দিনে সেগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, সেতুর নির্মাণ কাজ বন্ধ হওয়ার কারণ জানতে প্রশাসনের সঙ্গে বার বার কথা বলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তারা। তবে অনানুষ্ঠানিকভাবে কর্মকর্তারা জানান, চাঁদাবাজি ও নির্মাণ প্রতিষ্ঠান জেলার বাইরে হওয়ায় নির্মাণকাজে বিঘ্ন ঘটছে।