মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: সিলেটে এমসি কলেজে স্বামীর সামনে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ দাবিতে মৌলভীবাজারে বন্ধু মহল ফ্রেন্ডস কিংডমের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বন্ধু মহল ফ্রেন্ডস কিংডমের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বন্ধু মহল ফ্রেন্ডস কিংডমের উদ্যোক্তা আব্দুস সালামের সঞ্চালনায় ও উপদেষ্টা সুহেল আহমদের সভাপতিত্বে মানববন্ধন রাখেন, আবু তালেব চৌধুরী, ফজলে রাব্বি, নওশাদ তালুকদার, এলাইছ মিয়া, পিয়াল পাল, রবিন গোপ, জহিরুল ইসলাম, বন্ধন রায়, সায়মন সাদিক, ইসমাইল, নিহাদ আহমদ, মুবিন আহমদ প্রমুখ।
এর পূর্বে একই স্থানে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাতেও বন্ধুমহল ফ্রেন্ডস কিংডম অংশগ্রহণ করে।
সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের জেলা আহ্বায়ক রাশেদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল,শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান মুজিবুর রহমান মুহিব, বন্ধু মহল ফ্রেন্ডস কিংডমের উদ্যোক্তা আব্দুস সালাম উপদেষ্টা সুহেল আহমদ প্রমূখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শাহজালাল (র) এর পবিত্র এই পূর্ণভূমিকে যারা কলঙ্কিত করেছে তাদেরকে ছাড় দেয়া যাবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান বক্তারা।