রাজধানী ঢাকায় গণপরিবহনে অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি শহরের গোপাল-কৃষ্ণ টাউন ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক পথসভায় বক্তারা বিএনপি ও জামাতের লোকজন পরিকল্পিতভাবে এ নাশকতা চালিয়েছে দাবি করে জড়িতদের শাস্তির দাবি জানান।