বাড়তি ভাড়া তুলে নেয়ার দ্বিতীয় দিনে আগের ভাড়াতেই চলছে গণপরিবহন। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ নেই তেমন। তবে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আছে অসচেতনতা। ঢাকার বাইরে বাইরে রাজশাহী বরিশাল ও সিলেটে আগের ভাড়া কার্যকরে চলছে অভিযান।
তবে, যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার তেমন একটা প্রবণতা দেখা যায়নি। সব সিটে যাত্রী পরিবহন করা গেলেও নেয়া যাবে না কোনো দাঁড়ানো যাত্রী। এ নিয়ে যাত্রী ও বাস চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
গেল ৩১ মে থেকে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছিল গণপরিবহন। ২৯ আগস্ট এ সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর পয়লা সেপ্টেম্বর থেকে আগের ভাড়া কার্যকর হয়।