গরুকে ঘাস খাওয়ানোর অপরাধে মনাপাশি নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে মৌলভীবাজারে জুড়ি উপজেলার সাগরনাল চা বাগানে এ ঘটনা ঘটে।
বুধবার (২৪ মার্চ) জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগরনাল চা বাগানের ৩নং সেকশনে গরুকে ঘাস খাওয়ানো বাগান কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা দেয়া হয়। এমন অবস্থায় চা শ্রমিক মনাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে সেকশনে গরুকে ঘাস খাওয়াতে দেয়। এ ঘটনায় দায়িত্বে থাকা পাহারাদার অমরজিৎ মনাপাশিকে গালিগালাজ করেন।
এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অমরজিৎ ক্ষিপ্ত হয়ে হাতের ধারালো দা দিয়ে মানপাশিকে উপর্যুপরি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক অমরজিৎকে আটকের অভিযান চালিয়েছে বলেও জানানা তিনি।