পটুয়াখালীর গলাচিপা থেকে সোহরাব গাজী (৪৫) নামে এক মানবপাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদের পর সোমবার (১৭ আগস্ট) সকালে তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।
সোহবার আমখোলা ইউপির কিসমত বাউরিয়া এলাকার মৃত রকমান গাজীর ছেলে।
র্যাব জানায়, ধৃত সোহরাব জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে মানবপাচারকারী চক্রের একজন সদস্য। ওমানে অবস্থানকারী তার ছেলে সাইফুল এবং কুমিল্লার গনি মিয়ার যোগসাজসে দীর্ঘ দিন ধরে সে অবৈধভাবে দেশটিতে মানবপাচার করে আসছে।
গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ শহর মিজদায় আন্তর্জাতিক মানবপাচারচক্র অভিবাসন প্রত্যাশীদেরকে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে হত্যা করে। এরপর র্যাব-৮ তৎপর হয়ে বিভিন্ন এলাকায় অবস্থানকারী মানবপাচারকারীদের তথ্য সংগ্রহ শুরু করে। অতি দ্রুত গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা শুরু করে তারা।