গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) সন্ধায় ওই ঘটনা ঘটে। তবে কীসের বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে তা পুলিশ ও ফায়ার সার্ভিসের কেউই নিশ্চিত করতে পারেনি।
খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। নিহতরা হলেন, ওয়াহিদুল ইসলাম (৩২) ও বোরহান উদ্দিন (৩৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বাড়িয়ালা বোরহান উদ্দিন জমিতে কাজ করছিলেন। অজ্ঞাত দুইজন লোক এসে তাকে বাড়িতে ডেকে আনেন। এক পর্যায়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করার পর হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানা গেছে। বিকেলে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম দুজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কিছু বলা যাচ্ছে না।’