করোনায় কর্মহীন আর দু-দফা বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষদের ফ্রি চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা দিয়েছে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) বুয়েটের ২০০৭ সালের প্রাক্তন শিক্ষার্থীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী লুব্ধক ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার হলদিয়া ইউনিয়নের কালুর চরে নিরাপদ দূরত্ব মেনে শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে প্রত্যেকের মাঝে হাইজিন কিডস হিসেবে জন্য মাস্ক দেয়া হয়।
পরে তিনজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন চর থেকে আসা মানুষজন ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করে পাশাপাশি তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
অনুষ্ঠানে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরাসহ স্থানীয় বেসরকারি সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন, রিলেশনশিপ অফিসার ইরফান হোসেন জনিসহ সাঘাটা থানা পুলিশ উপস্থিত ছিল।