গাইবান্ধায় গর্ভবতী মাকে চিকিৎসা সেবা না দিয়ে রাস্তায় সন্তান প্রসবের ঘটনায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান চিকিৎসক আফসারী খানমকে লালমনিরহাট ও আবাসিক মেডিকেল অফিসার সেকেন্দার আলীকে দিনাজপুরের ঘোড়াঘাটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসক কর্তৃক বিতাড়িত হয়ে রাস্তায় সন্তান প্রসবের ঘটনা তদন্তে জেলা ও বিভাগীয় পর্যায়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ঘটনার রাতে দায়িত্বে থাকা পরিদর্শিকা সেলিনা আক্তারকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেয়া হয়।
পরে দায়িত্বে অবহেলা করার দায়ে মঙ্গলবার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান চিকিৎসক আফসারী খানমকে লালমনিরহাটে এবং ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সেকেন্দার আলীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বদলি করা করা হয়েছে। আফছারী খানম দীর্ঘ ১৬ বছর ধরে গাইবান্ধার এই মা ও শিশু হাসপাতালে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে প্রসব বেদনা নিয়ে গাইবান্ধা সাঘাট উপজেলার বোনার থেকে জেমি আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী আসেন মা ও শিশু কেন্দ্রে। কিন্তু চিকিৎসা না পেয়ে উল্টে খারাপ আচরণ করে বের করে দেয় কর্তৃপক্ষ। পরে শহরের ডিবি রোডের পরিত্যক্ত একটি ঘরে সন্তান প্রসব করেন ওই প্রসূতি মা। এর আগে গত এপ্রিলেও এমন একটি অমানবিক ঘটনা ঘটে।