গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে লিয়ন সরকার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তাকে সদর উপজেলার খোলাহাটি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রতিবেশির বাসা থেকে ফেরার পথে লিয়ন মিয়া ঐ ছাত্রীর মুখ বেঁধে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে।
এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লিয়ন তাকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মেয়েটির পরিবার মামলা করলে লিয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়।