শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী পৌরসভা শাখার বার্ষিক সম্মেলন ও ২৬ শে আশ্বিন শাহেনশাহ হক ভান্ডারীর পবিত্র ওরশ মোবারকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(১২ সেপ্টেম্বর) রাত ন’টায় সংগঠনের সভাপতি তফাজ্জল হোসেন ফোরকানের সভাপতিত্বে যুগ্ন সাধারন সম্পাদক আশেক রসুল রোকনের সঞ্চালনায় হাটহাজারী পৌরসদরস্থ ফিরোজা নুর টাওয়ারে প্রস্তুতি সভা ও পৌর শাখার বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ও গাউছিয়া হক কমিটি হাটহাজারী উপজেলা শাখার সমন্বয়ক এস এম কাইয়ুম।
এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অথিতি উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিম খানা ও হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা আবুল কালাম,,বিশেষ অথিতি উপজেলা সমন্বযক আলহাজ্ব হোসাইন মন্জু, রাইহান উল্লাহ মামুন,আকতার হোসেন,আলাউদ্দিন আমিরি, শফিউল আলম মানিক, সিরাজুল ইসলাম চৌধুরী, ইমরান, খোরশেদুল আলম সোহেল,আজম উদ্দিন,জাফর ইকবাল,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,আবিদুল ইসলাম,লোকমান সওদাগর,ইরফান আহমেদ,মাসুদ আলম রানা,রহিম উদ্দিন,তাজবিদ আহমদ ফয়সাল, রিয়াদ তাইসির রোমান। এতে পৌরসভা কমিটি সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সবার সর্ব সম্মতিক্রমে তফাজ্জল হোসেন ফোরকান কে সভাপতি,সাবেক পৌর কমিশনার আশেক রসুল রোকনকে সাধারন সম্পাদক ও মোশারফ হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়।
পরে মিলাদ ক্বেয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।