ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ: বেঁচে গেল এক ফুটফুটে শিশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ২৫ বার পঠিত

ইসরায়েলের বিমান হামলায় গাজার একটি তিনতলা ভবন বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৫ মে) সকালে ওই হামলায় ভবনটির নয় বাসিন্দা মৃত্যুবরণ করেছেন; যাদের মধ্যে দুই নারী ও ছয় শিশু রয়েছে। এ ছাড়া ১৫ জন গুরুতর আহত হয়েছে।

কিন্তু এ হামলায় এক সদ্যোজাত শিশু বেঁচে গেছে। বার্তা সংস্থা সাফার বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

শিশুটিকে জান্নাতি ফুলের সঙ্গে তুলনা করে বার্তা সংস্থাটি বলেছে, শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় বাকিরা মারা গেলেও বেঁচে গেছে একমাত্র এই নবজাতকটিই। তবে শিশুটি কিভাবে প্রাণে বাঁচল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৩৬ জনই শিশু। আহত হয়েছে প্রায় এক হাজার।

জাতিসংঘ বলছে, এরই মধ্যে ইসরায়েলি হামলার কারণে ১০ হাজার ফিলিস্তিনি গাজা ছেড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102