গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকায় গজারি বন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল জানান, মঙ্গলবার রাতে উপজেলার চন্দরা এলাকায় গজারি বনের ভিতরে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন। তবে এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক (১৬) বছর। পরনে ছিল জিন্সের প্যান্ট টি-শার্ট।