গাজীপুরে দুই পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে শ্রীপুরের বিধাই গ্রামে অভিযান চালিয়ে শাহীনুর, কালাম, জাহাঙ্গীর ও বাবুকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, সম্প্রতি এক নারী শ্রমিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শাহীনুর।
গত শুক্রবার বান্ধবীকে নিয়ে শাহীনুরের সাথে দেখা করতে গেলে চার বন্ধু মিলে গণধর্ষণ করে তাদের। এ ঘটনায় মামলা করেন ভূক্তভোগীরা।