গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন।
কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন এর বরজাপুর গ্রামের বাসিন্দা মৃত ফজলুল হকের স্ত্রী রাজিয়া বেগম প্রতিবন্ধী ছেলে সজিবকে নিয়ে পারিবারিক কলহের জের ধরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আজ দুপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। কাপাসিয়া থানা পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।