লালমনিরহাটের বুড়িমারিতে গুজবে জুয়েল হত্যার ঘটনায় পাঁচ আসামিকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এসময় পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত তিন দিনের মঞ্জুর করেন।
এদিকে হত্যার বিচার দাবিতে, রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে গ্রন্থগারিকদের পেশাজীবী সংগঠনগুলো। এসময় তারা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চান।
গত ২৯ অক্টোবর, লালমনিরহাটের বুড়িমারিতে কোরআন অবমাননার গুজবে, গ্রন্থগারিক শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।