মাদারীপুর শহরের পানিছত্র এলাকার এক ভাড়াটিয়া গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে ৩ ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৮।
গ্রেফতারকৃতরা হলো শহরের পানিছত্র এলাকার লতিফ বেপারীর ছেলে ফারুক হোসেন বেপারী (৪৬), মহিষেরচর এলাকার মন্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪৯) ও একই এলাকার বেলন হাওলাদারের ছেলে তৈয়ব আলি হাওলাদার (৪৮)।
র্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ইফতেখারুজ্জামান শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জানান, পৌর এলাকার পানিছত্র এলাকার ভুক্তভোগী অপহৃত গৃহবধূকে সদর উপজেলার কলাগাছিয়া গ্রাম থেকে একটি ভাড়া করা বাসায় আটকে রেখে তিন ব্যক্তি ধর্ষণ করে। শুক্রবার কৌশলে ঐ গৃহবধূ র্যাবকে ঘটনাটি জানালে অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও ৩ ধর্ষককে গ্রেফতার করা হয়।
ওই ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা হলে ধর্ষকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।