নোয়াখালীর সেনবাগে এক গৃহবধূকে (৩২) দল বেঁধে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) রাতে ১১ জনকে আসামি করে নির্যাতিতা বাদি হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বীজবাগ ইউনিয়ন পরিষদের সদস্য ছিদ্দিক এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত দিদার, গফুর, সেলিম ও আলমগীর। বৃহস্পতিবার রাতে ১১ জনকে আসামি করে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সেনবাগ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গত ৫ই সেপ্টেম্বর প্রথমে দিদার ও পরে আরো তিনজন ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরের দিন বিষয়টি ইউনিয়ন পরিষদ সদস্য ছিদ্দিককে জানালে শালিসে ওই নারীকেই মারধর করে তিনি।