যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাতে আমলাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ওই গ্রামের নুরাল মোড়লের ছেলে আব্দুল গফফার ধর্ষণ করে।
ধর্ষিতার চিৎকারে তার স্বামী ও স্থানীয়রা হাতেনাতে ধর্ষককে আটক করে।
পরে রাজনৈতিক পরিচয়দানকারী প্রভাবশালী মহলসহ ধর্ষকের ভাইয়েরা এসে ধর্ষিতার আত্মীয়-স্বজনকে মারধর করে ধর্ষক গফফারকে ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় ধর্ষকের স্বজনরা নির্যাতনের শিকার গৃহবধূকে হত্যার হুমকিও দিয়ে যায়।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম গণমাধ্যমকে জানান, শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য আজ শনিবার সকালে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।