গোপালগঞ্জে নৈশকোচে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে ভাঙ্গা হাই্ওয়ে থানা, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
বাসের সুপার ভাইজার জানান, গতকাল রাত সাড়ে দশটার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে ওই ৭জন ঢাকার উদ্দেশ্যে বাসে উঠে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশে খবর দেয়া হয়। পরে ভাটিয়াপড়া এলাকায় অস্ত্রসহ ৭জনকে আটক করে পুলিশ।