গোপালগঞ্জে মুজিববর্ষ উপলেক্ষ্যে ১৭ রত্নগর্ভাকে সংবর্ধনা দিয়েছে গোবরা ইউনিয়ন পরিষদ।
শনিবার রাতে ঘোনাপাড়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা প্রদান করা হয়।
গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধূরী টুটুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধূরী আসাব, রত্নগর্ভা মা মনোয়ারা বেগম, রত্নগর্ভার স্বামী কুতুব উদ্দিন বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সংবর্ধনা শেষে মাকে নিয়ে রচিত গান নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা।