নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম সুমনের উপর হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা।
জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের ইসলামপুর বাজারে মোবাইল ফোনে কথা বলার সময় আতিকুল ইসলাম সুমনের উপর অতর্কিত হামলা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংগাবাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাতিজা বিএনপি নেতা জুনায়েদুল হক জিমের নেতৃত্বে রাজিব, নাসিমসহ কয়েকজন হামলা চালিয়েছে বলে জানা গেছে।
হামলার সময় আতিকের হাতের কব্জিতে উপর্যপুরি আঘাত করা হয় হাসুয়া দিয়ে। পরে তাকে প্রাথমিকভাবে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের দ্বন্ধের জেরে হামলা চালায় বিএনপির ক্যাডাররা।
ঘটনাটির সত্যতা স্বীকার করে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দিলিপ কুমার দাস এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, তদন্ত সাপেক্ষে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষটি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিলো।- কপোত নবী।