চট্টগ্রামের কাট্টলী এলাকার একটি বাসায় গ্যাসলাইনে বিস্ফোরণে একই পরিবারের সাতজনসহ নয়জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রাতে কাট্টলী এলাকার মরিয়ম ভবনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। তারা ওই ভবনে ভাড়া থাকত।
গ্যাসলাইনে বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে আসে। রাতেই আহতদের চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটে, তা এখনো জানা যায়নি।