দিনাজপুরের ঘোড়াঘাটের আভ্যন্তরীণ সড়কের সুজা মসজিদের কাছের ঝোপের আড়ালে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা-পুলিশ। রোববার এ অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই নারীর গলায় তার ওড়না পেঁচানো এবং মাথায় কোপানোর ক্ষত রয়েছে। মুখে মাকস এবং পায়ে মোজাপরা রয়েছে। তাকে অন্য কোথাও হত্যার পর গেল রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
ঘোড়াঘাট থানার পরিদর্শক আজিম উদ্দিন জানান, অনুমান ৩০-৩৫ বছর বয়সী ওই নারীর পরনে কালো বোরকা, মুখে মাস্ক, পায়ে মোজা রয়েছে। ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠান তারা। ফিঙ্গার স্ক্যান করে অজ্ঞাত ওই নারীর পরিচয় জানতে চেষ্টা করছেন তারা। স্থানীয়রাও জানাতে পারছে না লাশের পরিচয়।