ads
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামে জীবিতকে মৃত দেখিয়ে চার্জশিট থেকে বাদ, এসআই বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১০ বার পঠিত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের একটি মামলায় অভিযুক্ত জীবিত ব্যক্তিকে বন্দুকযুদ্ধে নিহত দেখিয়ে মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেয়ার অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক দীপংকর রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান বরখাস্তের এ আদেশ দেন। একই সাথে ঘটনা তদন্তে নগর গোয়েন্দা পুলিশের এক উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরখাস্ত উপপরিদর্শক দীপংকরের বর্তমান কর্মস্থল খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের একটি মামলা তদন্তে অসংগতির কারণে এসআই দীপংকর রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেবেন ঊর্ধতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকায় ২০১৮ সালের ১ অক্টোবর সংঘটিত এক ঘটনায় স্থানীয় বাসিন্দা শাহ আলম বাদী হয়ে নাসিম নামে এক ব্যক্তিকে প্রধান আসামি ও তার সহযোগী হিসেবে জয়নাল নামে আরও এক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার আসামিরা বর্তমানে জামিনে আছেন। কিন্তু সম্প্রতি জানা গেছে, আসামি জয়নালকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দেখিয়ে হত্যা চেষ্টার ওই মামলা থেকে অব্যাহতি দিয়ে চার্জশিট দিয়েছেন এসআই দীপংকর। বিষয়টি জানাজানি হলে নগর পুলিশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯
  • ১২:১৬
  • ১৬:১৬
  • ১৭:৫৭
  • ১৯:১১
  • ৬:৩১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102