গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে (কভিড-১৯) নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৩ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৩৮৭জন।
গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৫টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হলে এ ফলাফল মিলেছে। এছাড়া এই দিন মৃত্যুবরণ করেছে ৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ জন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৬৬৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬১ জন এবং উপজেলায় ২২ জন।
এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।