চালুর পর দু মাসেই বন্ধ। সেবা পেয়েছেন মাত্র ১২০ জন। কিন্তু এরমধ্যে সিটি করপোরেশনের তহবিল থেকে খরচ হয়েছে, ২ কোটি ৭০ লাখ টাকা।
অর্থাৎ রোগী প্রতি ব্যয় সোয়া ২ লাখ টাকা। অথচ ভবন ভাড়া কিংবা বিদ্যুৎ বিলও লাগেনি। চট্টগ্রাম সিটি করপোরেশনের করোনা আইসোলেশন সেন্টার নিয়ে মিলেছে এমন নয়ছয়ের অভিযোগ। যা নিয়ে এখন চলছে তদন্ত। যাতে বিস্মিত প্রশাসকও।