নিজস্ব প্রতিনিধি; নগরীতে এসএসসি ১১ ও এইচএসসি ১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নগরের সিআরবির শিরীষতলায় এ পুনর্মিলনী সম্পন্ন হয়।
’১১-’১৩ ব্যাচের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিলো সিআরবির শিরীষতলায় প্রাঙ্গণ। এসময় স্কুল-কলেজ জীবনে ফেলে আসা স্মৃতিময় দিনগুলো রোমন্থন করে আবেগতাড়িত হয় অর্ধশত প্রাক্তন শিক্ষার্থী।
নগরীতে ১১-১৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
১১ – ১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সাকিউল ইসলাম সাকিব চট্টলার খবরকে বলেন, শিক্ষাজীবনের সবচেয়ে স্মৃতিময় অধ্যায় হচ্ছে স্কুল-কলেজ জীবন।
বর্তমানে ব্যাচের অনেক বন্ধু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। চাইলেই সব বন্ধুদের সঙ্গে দেখা করা সম্ভব হয়ে ওঠে না। পুনর্মিলনীর সুবাদে বন্ধুদের সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। ভবিষ্যতে এমন আয়োজন হলে বন্ধুদের মধ্যে সম্প্রীতি বাড়বে।
আড্ডা, গল্প, গানে মুখরিত হয় গোটা সিআরবি প্রাঙ্গণ। পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন রাশেদ তামীম,ফখরুদ্দিন বাবর, এ আর রহিম।