চাঁদপুরে মতলব উত্তরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে অন্যজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। তারা হচ্ছেন, সিজান এবং রাহিম।
রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার গজরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের দুজনের মধ্যে সিজানের বাড়ি মতলব উত্তরের এখলাসপুর এবং রাহিমের লুধুয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় গজরা বাজারের পাশের টরকিকান্দা চৌরাস্তায় পণ্যবাহী কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সিজান (২০) ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রাহিম (২২) গুরুতর আহত হন।
গুরুতর আহত রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে রাত সাড়ে নয়টায় সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ-১২-১৫৩৮) এবং তার চালক মোবারক হোসেনকে আটক করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতেন তারা। মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান সিজান ও রাহিম।