চাঁদপুরে গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি নিজে মাদক সেবন করেন, পাশাপাশি অন্যদের মাদকে আসক্ত করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের মধ্য গুনরাজদী এলাকা থেকে শরীফ খন্দকার নামে এই মাদক কারবারিকে আটক করে মাদক বিরোধী টাস্কফোর্স।
এসময় শরীফ খন্দকারের বসতঘর তল্লাশি করে বেশকিছু গাঁজা জব্দ করে। পরে জব্দ করা গাঁজা নষ্ট করে ফেলা হয়েছে।
এই ঘটনায় আটক মাদক কারবারি শরীফ খন্দকারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম। একই সঙ্গে অভিযুক্তকে আর্থিকভাবে জরিমানাও করা হয়।
মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, শরীফ খন্দকার নামে এই মাদক কারবারি দীর্ঘদিন ধরে নিজে গাঁজা সেবন করতেন। একপর্যায়ে তিনি অন্যদেরও গাঁজায় আসক্ত করতে মাদক কারবারি হয়ে ওঠেন।