চাঁদপুরে ২০০ পিচ ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ই্উপি) সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেনের মেয়েকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার শিলাস্থান গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেয়ের নাম হাওয়া নূর (৩৬)।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এ. কে. এম. দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার শিলস্থান গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করি। তখন ৩ নং বিতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন মনুর মেয়ের জামাতা শাহাদাত হোসেনের বাড়ি থেকে হাওয়া নূরকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করি।
তিনি বলেন, ‘গ্রেফতার হাওয়া নূর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এ ব্যপারে হাওয়া নূরের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’