ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পুলেরঘাট বাজারে চাঁদার মাত্র ১০ টাকার জন্য বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে প্রাণ দিতে হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার টাংগাব ইউনিয়নের পুলেরঘাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম জয়নাল আবেদিন (৫০)। তিনি স্থানীয় পুলেরঘাট বাজারের এক পেয়াঁজ ব্যবসায়ী এবং টাংগাব ইউনিয়নের নামা বাশিয়া গ্রামের বাসিন্দা।
পাগলা থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলেরঘাট বাজারের পেয়াঁজ ব্যবসায়ী জয়নালের সঙ্গে ওই বাজারের নৈশপ্রহরী (পাহারাদার) মোস্তফার বাজার পাহারার ১০ টাকা চাঁদা নিয়ে বিরোধ ছিলো। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার জয়নালের সঙ্গে মোস্তফা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারে জয়নালকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুকে বা অন্ডকোষে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। সঠিক তথ্যের জন্য ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।