সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নির্দেশ দেন।
সাঁথিয়া থানা সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে সাঁথিয়ার কোনবাড়ীয়া থেকে পাটগাড়ী পর্যন্ত সড়ক নির্মাণের কাজ পায় এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। গত শনিবার ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট সুপারভাইজার ইয়াসিন আলী শ্রমিকদের নিয়ে কোনবাড়ীয়া ইছামতি নদীর ডাইকে কাজ করতে গেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা তাঁর দলবল নিয়ে কাজে বাধা দেন। এ সময় তাঁরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন, নইলে কাজ বন্ধ করার হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এ সময় তাঁকে ভয়-ভীতি প্রদর্শন করে মারপিট করেন এবং জোর করে রুলারের চাবি কেড়ে নেন।
এ ঘটনায় প্রকল্প ব্যবস্থাপক প্রল্লদ কুমার থানায় অভিযোগ করতে গেলে সেখানেও হাসিবুল খান সানা গিয়ে কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বলে হুমকি-ধামকি ও গালাগাল করে ভয়ভীতি প্রদর্শন ও আবারও মারধর করেন। ফলে থানার মধ্যে থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এম এম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক প্রল্লদ কুমার বাদী হয়ে হাসিবুল খান সানাকে প্রধান করে আরো তিনজনের নাম উল্লেখ করে ও আট-দশজনকে অজ্ঞাত আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেন। পরে পুলিশ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা সানাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ বৃহস্পতিবার রাতে সানাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায়।