৮ লাখ টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের চন্দনাইশে দুই ভাইকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ ১১ পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে নিহতের বোন রিনাত সোলতানা বাদী হয়ে চট্টগ্রাম চিফ জুডিশায়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে মামলাটি করেন।
শুনানি শেষে নগরীর আনোয়ারা সার্কেলের এডিশনাল এসপিকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে তদন্তের নির্দেশ দেন বিচারক।
মামলার বিবরণীতে জানা যায়, গত ১৪ জুলাই ছোট ভাই আাজাদকে চন্দনাইশের কাঞ্চননগরের বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে যায় পুলিশ। পরের দিন চন্দনাইশ থানার সহায়তায় তুলে নিয়ে যাওয়া হয় বড় ভাই ফারুককেও। পরে তাদের কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। কিন্তু পরিবার দাবিকৃত টাকা না দেওয়ায় ১৬ জুলাই তাদের ক্রসফায়ারে হত্যা করা হয়।