নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হেরোইনসহ ২ জনকে আটক করেছে গ্রাম পুলিশ।
মহিপুর মোড় থেকে বুধবার ২৯টি হেরোইনের পুরিয়াসহ হাতেনাতে সরজন এলাকার হবু মিয়ার ছেলে আপন ও সহিমুদ্দিনের ছেলে তোহিদুলকে আটক হয়।
জানা গেছে, মাদক বিক্রির সময় আপন ও তোহিদুলকে আটক করে গ্রাম পুলিশ। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আসামীদের সোপর্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গোবরাতলাসহ সদর থানা এলাকায় মাদক দমনে পুলিশ ও বিট পুলিশিং এক যোগে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন। – কপোত নবী।